মুজিব জন্মশত বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অগ্রগতি পরিদর্শন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মুজিব জন্মশত বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ শহীদ উল্লা খন্দকার।
১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব জন্মশত বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সমাধি সৌধ কমপ্লেক্স, বকুল তলা চত্ত্বর, প্যান্ডেল ও মঞ্চ তৈরির অগ্রগতি ঘুরে দেখেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো: শহীদ উল্লা খন্দকার। এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে, সচিব ও প্রধান প্রকৌশলী আলাদাভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।