মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের করোনা টিকা দান কার্যক্রম পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের করোনা টিকা দান কার্যক্রম পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত মিলার।
দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে করোনা টিকা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় স্বাস্থ্যকর্মী, টিকা গ্রহীতাসহ বিভিন্ন শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলেন রাষ্ট্রদূত। পরে, স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ সাহসিকতা ও সফলতার সাথে করোনা মোকাবেলা করেছে। সর্তক থাকতে হবে। টিকা নিতে হবে, মাস্ক পরিধান ও হাতধোয়া চালু রাখতে হবে। এ সময় স্বাস্থ্যকর্মীদের হিরো সম্বোধন করে মিলার বলেন, মহামারীর ইতিহাসে স্বাস্থ্যকর্মীদের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।