মুন্সিগঞ্জে স্বর্ণ চুরির অপবাদে এক যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ০৮:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জে স্বর্ণ চুরির অপবাদে এক যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওলাদ হোসেন নামের এক কাউন্সিলরের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, দক্ষিণ ইসলামপুরে মনির হোসেনের বাড়ি থেকে ৪ ভরি স্বর্নালঙ্কার ও ২২ হাজার টাকা চুরি হয়। ওই ঘটনায় সোমবার চুরির অভিযোগে মনিরের প্রতিবেশী রনিকে বাড়ি থেকে ধরে আনেন কাউন্সিলর আওলাদ হোসেনসহ মনির হোসেন ও তার ভাই কালাই। পরে মনিরের বাড়ির উঠোনে রনিকে হাত-পা বেঁধে মারধর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন আওলাদ। তবে মারধরের পরও চুরির বিষয়টি অস্বীকার করে রনি। পরে রনির ছোটভাই পুলিশ নিয়ে আসলে পুলিশের কাছে রনিকে সোপর্দ করে কাউন্সিলর আওলাদ। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করা হলে রাতেই তা ভাইরাল হয়– ওঠে সমালোচনার ঝড়। এ ঘটনায় মামলার পরপরই পালিয়ে যায় কাউন্সিলর। তবে ঘটনার সাথে জড়িত কালাই ও মনির নামের দুজন গ্রেফতার করা হয়।