মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযানে ১৬ মণ জাটকা ইলিশ জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নৌ-পুলিশের অভিযানে ১৬ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। ১৬ মণ জাটকার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। মাছগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। মাছগুলো বিক্রির উদ্দেশ্যে ঘাটে আনা হয়েছিল। তবে কারা এর সঙ্গে জড়িত তা জানা যায়নি। অভিযান শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।