মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় অব্যাহত রয়েছে। ফেরিতে পার হওয়া যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। সবচেয়ে বেশী বেড়েছে ছোট গাড়ির পারাপার।
আজও জীবনের ঝুকি নিয়ে ফেরিতে গাদাগাদি করে পদ্মাপাড়ি দেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ভোর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের ফেরিগুলোতে এ দৃশ্য দেখা যায়। এই নৌরুটে বর্তমানে ৪টি রো-রোসহ ১৪টি ফেরি চলাচল করছে। আর পারাপারের অপেক্ষায় রয়েছে সাড়ে ৫ শতাধিক গাড়ি। ঘাটে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা। অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে চলাচলকারী ফেরিগুলোতে জীবনের ঝুকি নিয়ে গাদাগাদি করে ফিরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। মধ্যরাতে ছোট গাড়ি ও পণ্যবাহী গাড়ির চাপ সবচে’ বেশি পড়ে।