মুন্সীগঞ্জে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত
- আপডেট সময় : ০৬:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।দুপুরে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের দশ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় হানিফ মোল্লা, কামাল, সাজেদা, সেরাজল বেপারী, জামাল হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, ইউপি নির্বাচনের বিরোধ নিয়ে সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদক মহসিনা হক কল্পনা এবং বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে দশ গ্রামে সংঘর্ষ হয়। এছাড়া মহেশপুর, পূর্ব মাকহাটি, মধ্য মাকহাটি, কংপুরা, রাজারচর, চরডুমুরিয়া, চৈতার চর, আমঘাটা মুন্সীকান্দি ও বেহেরকান্দি গ্রামে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ সেরাজুল ও হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।