মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি করার জন্য রিটটি উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। অশালীন, শিষ্টাচার-বহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় ডা. মুরাদ হাসানকে গত সোমবার রাতে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে পদত্যাগপত্র জমা দেন তিনি।