মুল্যবোধের অবক্ষয়ের কারণে, নারীর প্রতি সহিংসতা বাড়ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বিচারের দীর্ঘসূত্রিতা ও সামাজিক মুল্যবোধের অবক্ষয়ের কারণে, নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলে জানিয়েছেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
সকালে ঢাকার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। ছায়া সংসদে ঢাকা জেলা বিজয়ী হয়। রাশেদা কে চৌধুরী বলেন, সমাজে নারী ও শিশুদের নির্যাতন রোধে নৈতিকতার মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি পরিবার থেকে তাদের প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, নারীদের এমন সহিংসতার হাত থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।