মৃত্যুকূপে পরিণত মিয়ানমার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মৃত্যুকূপে পরিণত মিয়ানমার। নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনেই ৩৮ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
নিউ ইয়র্কে এক ভার্চুয়াল সম্মেলনে একথা জানায় মিয়ানমারে জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্র্যানার বার্জেনার। বুধবার দেশটির কয়েকটি শহরে এ ঘটনা ঘটে। অভ্যুত্থানের পর থেকে গতকালই ছিল সর্বাধিক প্রাণঘাতীর দিন। বিক্ষোভকারীদের দমাতে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের পাশাপাশি গুলি ছোঁড়ে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনরকম সতর্কতা ছাড়াই এলোপাতাড়ি গুলি করা হয়। নিহতদের মধ্যে চার জন অপ্রাপ্তবয়স্ক এবং ১৯ বছর বয়সী এক নারী। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২শ’ বিক্ষোভকারীকে আটক করেছে সেনা সরকার। এ ঘটনার পর শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডেকেছে যুক্তরাজ্য। আর মিয়ানমারের ওপর আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।