মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জঙ্গি নেতা মুফতি আব্দুল হাই গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও রমনার বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জঙ্গি নেতা মুফতি আব্দুল হাইকে গ্রেফতার করেছে রেব-২। রাজধানীর কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
দীর্ঘ ১৭ বছর আত্মগোপনে থাকা আব্দুল হাই ছিলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ–হুজি’র প্রতিষ্ঠাতা আমির। আশির দশকে ভারত-পাকিস্তানের মাদ্রাসায় পড়াশোনা করা আব্দুল হাই আফগানিস্তানেও মুজাহিদ হিসেবে যুদ্ধে অংশ নেন। রেব পরিচালক জানান, ১৯৯৬ সালে যৌথ বাহিনীর অভিযানে উখিয়ার ট্রেনিং ক্যাম্প থেকে ৪১ জনকে গ্রেফতার করা হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে ২০০০ সালে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলা, ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা এবং ২০০৫ সালে হবিগঞ্জে গ্রেনেড হামলায় জড়িত ছিলেন জঙ্গি আব্দুল হাই।