মৃত্যুর পর খাটিয়াও মেলেনি
- আপডেট সময় : ০৯:০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
মৃত্যুর পর খাটিয়াও মেলেনি: কাঁধে করেই লাশ দাফন করেছেন বাবা-ভাই। অনেক জায়গায় সাধারন সর্দি জ্বর বা শ্বাসকষ্টে বৃদ্ধ ইমামের মৃত্যুতেও এগিয়ে আসেনি প্রতিবেশীরা। দাফনতো দুরে থাক জানাযাতেও পাওয়া যাচ্ছে না আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে । মৃত ব্যাক্তি করোনায় আক্রান্ত ছিল কিনা- এমন আতঙ্কেই দেশের বিভিন্ন জায়গায় ঘটছে এমন করুণ দৃশ্য। তবে বিশেষজ্ঞ চিকিৎসক ও ইসলামী চিন্তাবিদগণ বলছেন, মৃত ব্যক্তি থেকে করোনা ছড়ায় না।
জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া যুবকের মরদেহ গোসল করাতে দেয়নি এলাকাবাসী। পরে দাফনেও ব্যবহার করতে দেয়া হয়নি মসজিদের লাশ বহনের খাটিয়া। বৃহষ্পতিবার সুনামগঞ্জের দোয়ারাবাজারে এমন হৃদয়বিদারক ঘটনার পর, মৃতের বাবা ও তার দুই ভাই খাটিয়া ছাড়াই লাশ কাঁধে বহন করে নিজেরাই কবরস্থ করেন। এরপরই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এমন আরো হৃদয়বিদারক খবর মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। কবরস্থানে আসছেন না স্বজনরা। জানাযায় অংশ নিচ্ছে পুলিশ আর মৃত ব্যাক্তির সৎকারে নিয়োজিত গুটিকয়েক প্রতিষ্ঠানের সদস্য ।
এমন মহামারীতে মৃত ব্যাক্তির শেষ পরিণতি কি এমন হবে? ইসলামের বিধিনিষেধ কি ?এমন প্রশ্ন ছিল ইসলামী চিন্তাবিদদের কাছে।
অন্যদিকে করোনার কীট আবিষ্কার করা প্রবীন চিকিৎসক ডা: জাফরুল্লাহ চৌধুরী জানান, সঠিক তথ্য না জানার কারনে অজানা ভীতিই সমাজে অস্থিরতা তৈরী করছে।
রাজধানীর তালতলা কবরস্থানে গিয়েও দেখা গেল দুঃসম্পর্কের এক আত্মীয় থাকলেও, বাবার জানাযা ও দাফনে অংশ নেয়নি সন্তানেরা।