সরকারের মেগা প্রকল্পের নামে হাজার কোটি টাকা ব্যয় করলেও তা মানুষের কাজে লাগছে না : সাকি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সরকারের মেগা প্রকল্পের নামে হাজার কোটি টাকা ব্যয় করলেও তা মানুষের জীবনমানের কাজে লাগছে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
গণসংহতি আন্দোলনের নেতা আরিফুল ইসলাম ও সৌভিক করিমের ট্রাকের চাপায় নিহত হওয়ার ঘটনায় রাজধানীর গণসংহতি আন্দোলনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্তে দাবি জানান দলটির জোনায়েদ সাকি। উদ্দেশ্য প্রনোদিত ভাবে এ ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নের উত্তরের বলেন, বিষয়টি এখনো ধরাছোঁয়ার বাইরে।
তবে মামলা পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে বলে জানান তিনি। সড়কের আইন জনগণের নিরাপত্তার বাড়ানোর পরিবর্তে নৈরাজ্য তৈরি করছে উল্লেখ করে সাকি বলেন, এজন্য পরিবহন ব্যবস্থা অব্যবস্থাপনা দায়ি। সরকারের উন্নয়নের গুরুত্বপূর্ণ একটি অংশ ট্রাফিক আইন জানিয়ে তিনি বলেন, অবস্থাপনার কারণে সড়কে মৃত্যু বাড়ছে।