মেঘে ঢেকে আছে কুড়িগ্রাম, সুর্যের দেখা মিলছে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
টানা দু’দিনের বৃষ্টি আর থেমে থেমে দমকা বাতাস বন্ধ হলেও মেঘে ঢেকে আছে কুড়িগ্রাম। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সুর্যের দেখা মিলছে না।
ফলে তাপমাত্রা আবার নিম্নগামী হওয়ার আশংকায় মানুষ। গত ২৪ ঘন্টায় জেলায় প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়াস। বৈরি আবহাওয়ায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ। ফলে ক্ষুদ্র ব্যবসায়ী ও রিক্সা ভ্যান চালকরা বিপাকে পড়েছেন। পাশাপাশি মাঠে কাজে যেতে না পারায় অর্থ কষ্টে রয়েছেন দিন মজুর শ্রেনীর মানুষজন।