মেজর সিনহা নিহতের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আটক ১০ আসামীর সাক্ষ্য নিবে আজ
- আপডেট সময় : ১২:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৬৪১ বার পড়া হয়েছে
কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মেজর সিনহা নিহতের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কারাগারে থাকা ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও এস.আই নন্দ দুলালসহ আটক ১০ আসামীর সাক্ষ্য নিবে আজ।
সেলক্ষ্যে সকালে জেলকোড অনুযায়ী কারা ফটকে গিয়ে তিনজনের সাথে কথা বলবেন তদন্ত কমিটির সদস্যরা। এছাড়া রিমান্ডে থাকা পুলিশ সদস্য এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, পুলিশের মামলার তিন সাক্ষি বাহার ছড়া মারিশ বনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ আয়াজওনেজাম উদ্দিন কের্যাবকার্যালয়েজিজ্ঞাসাবাদকরাহবে। এ জন্য রোববার মামলার নতুন তদন্ত কর্মকর্তা রেব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলামকে একটি চিঠিও দিয়েছে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সরকারের যুগ্ম সচিব মিজানুর রহমান। এর আগে রোববার সকালে টেকনাফ বাহার ছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে ৯জন প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়।এ নিয়ে বিভিন্ন সময়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রায় ৬০জনের স্বাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি।