মেজর সিনহা নিহত হওয়ার ঘটনাকে ইস্যু করে একটি অশুভ চক্র সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে
- আপডেট সময় : ০৬:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনাকে ইস্যু করে একটি অশুভ চক্র সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের শিকড় এদেশের মাটির অনেক গভীরে। আর সিনহা হত্যায় তদন্ত কমিটির সুপারিশে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, সিনহা হত্যা মামলায় দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না।সকালে আলাদা অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।
সরকারি বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা জোনের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সাবেক মেজর সিনহার মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে জানিয়ে গুজব রটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে দেশে-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক করেন ওবায়দুল কাদের। এদিকে,ধানমন্ডির বাসায় সিনহা হত্যা নিয়ে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । এসময় তিনি বলেন, সাবেক মেজর সিনহা হত্যা মামলায় দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না। এসময় সিনহার হত্যার ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে দু:খ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।