মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চতুর্থ দফায় প্রথম দিনের সাক্ষ্য শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চতুর্থ দফায় প্রথম দিনের সাক্ষ্য শুরু হয়েছে।
সকালে জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয় বিচারিক কার্যক্রম। এর আগে তৃতীয় দফায় তৃতীয় দিনে ৩জনসহ এ নিয়ে তিন দফায় মোট ১৪ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, সকালে চতুর্থ দফার ২ দিনের প্রথম দিনে ১৫ তম সাক্ষী ছেনোয়ারা বেগমের সাক্ষ্য শুরু হয়েছে।