মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
- আপডেট সময় : ০৩:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৭১৩ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসকে আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও বরখাস্ত পরিদর্শক লিয়াকতসহ তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জেরা করছেন।
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার ওসি প্রদীপসহ ১৫ আসামীকেই আদালতে হাজির করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফরিদুল আলম জানান, মামলার বাদি আদালতে বলেছেন, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের নির্দেশে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইন্সপেক্টর লিয়াকত আলীর গুলিতে সিনহা নির্মমভাবে নিহত হন। এই হত্যাকাণ্ড ‘পূর্বপরিকল্পিত’ দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি চান তিনি। সকাল সাড়ে ১০ টার দিকে আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর প্রথমে মামলার প্রধান আসামী লিয়াকত, প্রদীপ ও লিটনের পক্ষে তাদের আইনজীবীরা বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে তাঁর দেওয়া সাক্ষ্যের বিপরীতে জেরা শুরু করেন। এর পর মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী সাহিদুল ইসলাম সিফাত এর সাক্ষ্য গ্রহণ করা হবে। ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো.রাশেদ খান।