মেজর সিনহা হত্যা মামলার তিন আসামী জামিন আবেদন নামঞ্জুর
- আপডেট সময় : ০৭:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৬২৮ বার পড়া হয়েছে
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তিন আসামী- ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত, সাব-ইন্সপেক্টর নন্দদুলালের জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নিয়েছে রেব। মামলার অধিকতর তদন্তের স্বার্থেই তাদের তৃতীয়বারের মতো রিমান্ডে নেয়ার কথা জানিয়েছে রেব। তবে ১৬ দিনের বেশি সময় রেব হেফাজতে থাকাকে আইন পরিপন্থী দাবি করে উচ্চ আদালতে যাবার কথা বলেছেন প্রদীপের আইনজীবীরা।
দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শেষে মেজর (অব.) সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামী ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এস.আই নন্দদুলালকে দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় রেব।
তিনজনের শারীরিক পরীক্ষা শেষে তাদের তোলা হয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ’র আদলতে।
রেবের চারদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তিন সাবেক পুলিশ কর্মকর্তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অধিকতর তদন্তের জন্যই সিনহা হত্যা মামলার তিন আসামীর তৃতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয় বলে জানান বাদী পক্ষের আইনজীবী।
এদিকে আদালতে প্রদীপের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। কিন্তু সেটি মঞ্জুর করেননি আদালত। এ বিষয়ে আইনজীবীরা বলেন, একটি মামলায় অভিযুক্তরা ১৬ দিনের বেশি সময় রেবের হেফাজতে থাকা আইন পরিপন্থী। এ বিষয়ে উচ্চ আদালতে যাবার কথা বলেন প্রদীপের আইনজীবী। আদালতের কার্যক্রম শেষে প্রদীপ লিয়াকত ও নন্দদুলালকে নিজেদের হেফাজতে নিয়ে যায় র্যাব।