মেজর সিনহা হত্যা মামলার তিন সাক্ষী চারদিনের রিমান্ডে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৬৫১ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের মামলার তিন সাক্ষীকে চারদিনের রিমান্ডে নিয়েছে রেব। সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে রেবের একটি দল তাদের নিয়ে যায়।
রিমান্ডে নেয়া তিন আসামি হলেন, টেকাফ মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজামউদ্দিন ও মোহাম্মদ আয়াছ। ২৫ আগস্ট রিমান্ডের আবেদন জানালে আজ দ্বিতীয় দফা শুনানি শেষে এই আদেশ দেন জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ। এর আগে ২০ আগস্ট প্রথম দফায় তাদের সাত দিনের রিমান্ড শেষ হয়। ৩১ জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ইন্সপেক্টর লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ৫ আগস্ট কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলাটি করে সিনহার বড় বোন। এই মামলার মোট আসামি ৯ জন।