মেজর সিনহা হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে
- আপডেট সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৬৮২ বার পড়া হয়েছে
কক্সবাজারের বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মূলতবি বিচারিক কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ১০টায়। গতকাল মামলার শুনানির সময় কাঠগড়ায় পুলিশের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ মোবাইল ফোনে কথা বলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ঐ ঘটনায় আজ আদালত কে তাকে সর্তক করে দিয়েছেন। সেখানে দায়িত্বরত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
দিনের শুরুতে সিফাত তার বাকী সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। সিনহার হত্যার লোমহর্ষক বর্ণনা আদালতের সামনে তুলে ধরেন তিনি। বলেন, লিয়াকত আলী গুলি করেছিলেন সিনহা মোহাম্মাদ রাশেদ খানকে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন। এ সময় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ ঘটনাস্থলে গিয়ে পা দিয়ে সিনহার গলায় চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন।এখন মামলার ১৫ জন আসামীর পক্ষে আলাদাভাবে তাঁকে জেরা করা হচ্ছে। সিফাত, মেজর সিনহা হত্যাকান্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান অভিযুক্ত ইন্সপেক্টর লিয়াকত এবং ওসি প্রদীপসহ ১৫ আসামীকেই আদালতে হাজির করা হয়।