মেজর সিনহা হত্যা মামলায় ৪ পুলিশ সহ ৭ জনের প্রত্যেককে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর
- আপডেট সময় : ০২:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ৪ পুলিশ সহ ৭ জনের প্রত্যেককে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।
রিমান্ডে নেয়া পুলিশ সদস্যরা হলেন, এ.এস.আই লিটন মিয়া, কনস্টেবল মামুন, কনস্টেবল সাফানুর এবং কনস্টেবল কামাল হোসেন। এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে স্থানীয় বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নেজাম উদ্দিনকে আদালতে এনে প্রত্যেকের ১০দিন করে রিমান্ড আবেদন করে রেব। রেবের তদন্তকারি কর্মকর্তা আদালতে এ আবেদন করেন। এদিকে রেব জানায়, গ্রেফতারকৃত তিনজনই পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দায়ের করা মামলার সাক্ষী। সোমবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকা থেকে এই ৩ জনকে গ্রেপ্তার করে রেব। ৩১ জুলাই টেকনাফ বাহারছড়া শামলাপুর চেকপোস্টের সামনে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান।