মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ফানুস, দুই ঘণ্টা বন্ধ মেট্রোরেল চলাচল
- আপডেট সময় : ১১:৩০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে থাকায় দুই ঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। তবে ফানুস সরিয়ে মেট্রোরেল চলাচল আবার চালু করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে মেট্রোরেলের চলাচল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, থার্টিফার্স্ট নাইটে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে। দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। পরে বৈদ্যুতিক লাইন বন্ধ করে ফানুস অপসারণের কাজ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও অংশে চারটি ট্রেন পৌঁছেছে। আর আগারগাঁও থেকে তিনটি ট্রেন উত্তরা উত্তর স্টেশনে এসে পৌঁছেছে।
জানা গেছে, সকালে একটি খালি ট্রেন উত্তরা থেকে আগারগাঁও নিয়ে যাওয়া হয়। এসময় মিরপুর এলাকার বৈদ্যুতিক লাইনে বেশ কিছু ফানুস আটকে থাকতে দেখা যায়। পরে ট্রেনটি সেখানে থামিয়ে রাখা হয়।
খ্রিস্টীয় বর্ষবরণকে কেন্দ্র করে গত কয়েকবছর ধরেই বাজি-পটকা এবং ফানুসের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তবে প্রতিবছরের মত এবারও নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে নতুন বছরের প্রথম প্রহরে ঢাকা কেঁপে উঠেছে বাজি-পটকার শব্দে। আকাশে ভেসেছে অসংখ্য ফানুস।
সূত্রঃ একাত্তর