মেধাবীরা না এলে চরিত্র হারাবে রাজনীতি : কাদের
- আপডেট সময় : ১০:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
মেধাবীরা না এলে রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতিতে ভালো মানুষের অভাব রয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি-জেপি’র ত্রি-বার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
জেপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে গণতন্ত্রকে বাঁচাতে হবে।বিজয়কে সুসংহত ও উন্নয়নকে এগিয়ে নিতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।
বক্তারা অভিযোগ করেন, বিএনপি অরাজনৈতিক ধারা অনুসরণ করে সংবিধানকে আবারও ক্ষতবিক্ষত করতে চায়।
বিএনপির বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে রুঁখে দাঁড়ানোর পাশাপাশি নিজ দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আহবান জানান বক্তারা।
নির্বাচন বাদ দিয়ে বিকল্প পন্থায় ক্ষমতায় যেতে তৎপর ষড়যন্ত্রকারীদের রুঁখে দেয়ারও আহবান জানান বক্তারা।