মেয়েসহ ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে গায়িকা মুন্নী
- আপডেট সময় : ০৪:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
মেয়েসহ ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে গায়িকা মুন্নী (ভিডিও)
সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবেই তার বেশি পরিচিতি। ১৯৯৭ সালে শওকত আলী ইমনের সুরে ‘জননেতা’ ছবিতে প্লেব্যাক করার মাধ্যমে তার চলচ্চিত্রে আগমন।
জনপ্রিয় গীতিকার কবির বকুলের স্ত্রী দিনাত জাহান মুন্নী। দুই মেয়ে এবং একমাত্র ছেলেকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। পড়াশোনার পাশাপাশি বকুল-মুন্নী দম্পতির বড় মেয়ে প্রেরণা যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। মাঝেমধ্যে গানও করে থাকেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জানান মুন্নী। কাজ শেষে বড় মেয়ে প্রেরণাকে নিয়ে বাসার ফেরার সময় তাদের উবারটি এই দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাত জাহান মুন্নী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করে জানিয়েছেন বিষয়টি। দুর্ঘটনার খবরটি প্রকাশ করে এই গায়িকা লিখেছেন, ‘পরম করুণাময় আল্লাহর রহমতে আমি এবং আমার বড় মেয়ে আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মেয়েকে নিয়ে উবারে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা এখন পুলিশ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। সবাই আমাদের দোয়া রাখবেন।
এর ঘণ্টা তিনেক পর মুন্নী জানান, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় ফিরেছেন। ডাক্তার রিপোর্টে তার বুকে রক্ত জমাট এবং মেয়ের মাথায় সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে গুরুতর কিছু নয়। নিজেদের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই গায়িকা।
প্রসঙ্গত, ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা তার। স্কুলশিক্ষিকা মা তাকে গানের ক্লাসে ভর্তি করে দিয়েছিলেন। ৫ বার পেয়েছেন জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার। ২০০০ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রতীক্ষা’। এরই মধ্যে কয়েক শ গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।