মেসিকে ২০২৩ সাল পর্যন্ত ধরে রাখতে চায় বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ২০২৩ সাল পর্যন্ত ধরে রাখতে চায় বার্সেলোনা। তাই মেসিকে ধরে রাখতে নতুন চুক্তিতে যাচ্ছে কাতালানরা।
৩২ বছর বয়সী তারকা মেসি। ২০১৭ সালে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেন। চুক্তির অর্থমূল্য ছিল ১০০ মিলিয়ন পাউন্ড। সেই চুক্তির মেয়াদ আছে আর মাত্র ১৮ মাস। তাই বার্সা চায় ক্যাম্প ন্যুয়েই যেন ক্যারিয়ার শেষ করেন এই খুদে ফুটবল জাদুকর। এজন্য নতুন চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়েছে। মেসির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আগামী সপ্তাহে আর্জেন্টিনায় আলোচনায় বসবে কাতালান জায়ান্টদের প্রতিনিধি দল। মৌসুমের দ্বিতীয়ার্ধ শুরুর আগে, শীতকালীন ছুটিতে রোজারিওর নিজ বাড়িতে ফিরেছেন মেসি। নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য এবারের বড়দিনে সেখানেই হাজির হবে বার্সার প্রতিনিধি দল। সেখানে মেসি ও তার বাবা হোর্হের সঙ্গে দেখা করবেন তারা।