মেহেরপুরের বিভিন্ন গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে বায়োগ্যাস প্ল্যান্ট
- আপডেট সময় : ০২:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মেহেরপুরের বিভিন্ন গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে গরুর গোবর, মুরগীর বিষ্ঠা দিয়ে তৈরি বায়োগ্যাস প্ল্যান্ট। এতে একদিকে জ্বালানী অপচয় রোধ হচ্ছে অপর দিকে দূষনমুক্ত হচ্ছে পরিবেশ।আর উচ্ছিষ্ট দিয়ে তৈরি হচ্ছে সবুজ সার।যা ব্যবহার করে বৃদ্ধি পাচ্ছে জমির উর্বরতা।
মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রাম পরিচিতি পেয়েছে বায়োগ্যাস পল্লী নামে। এখন গ্রামের প্রায় ২০০টি পরিবারে রয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট। বেশ কয়েক বছর সীমান্ত দিয়ে গরু না আসায় প্রতিটি পরিবার উদ্বুদ্ধ হয় গরু পালনে।প্রতিটি বাড়ি যেন এক একটি খামার। ব্যায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে জ্বালানী সাশ্রয় হচ্ছে। অন্যদিকে, গোবর দিয়ে তারা তৈরি করছে সবুজ সার।
প্ল্যান্টটি সব পরিবারের মাঝে ছড়িয়ে দিতে স্বল্প সুদে ঋন প্রদানসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। মুজিবনগর যুব উন্নয়ন অধিদপ্তর তাদের উদ্বুদ্ধ করছে বায়োগ্যাস প্লান্ট তৈরিতে।