মেহেরপুরে এবার আমের ফলন বিপর্যয়ের শঙ্কা
- আপডেট সময় : ০৪:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
সুস্বাদু আম উৎপাদনে প্রসিদ্ধ অন্যতম জেলা মেহেরপুরে এবার আমের ফলন বিপর্যয়ের শঙ্কা। গেলো বছরের তুলনায় আম ও লিচুর মুকুলের দেখা কম মিলেছে। তার উপর তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হয়েছে অবশিষ্ট আম লিচুর গুটি। আর কিছুদিন আবহাওয়া এমন থাকলে বড় লোকসানে পড়তে হবে বলছেন বাগানিরা। এমন পরিস্থিতিতে ক্ষতির সম্ভাবনার কথা স্বীকার করে বাগানে ঘনঘন সেচ দেয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, বোম্বাইসহ নানা জাতের সুস্বাদু আমের উৎপাদনে সুখ্যাতি রয়েছে মেহেরপুরে। এ বছরে ২৩৪০ হেক্টর জমিতে আম ও ৭১৫ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে।
কিন্তু এবার চিন্তার ভাঁজ জেলার বাগানীদের। গেলো বছরের তুলনায় ৪০ শতাংশ গাছে আমের মুকুল আসেনি। এর উপর ওই অঞ্চলের তীব্র তাপদাহ। যেসকল গাছে আমের গুটি এসেছে তীব্র খরতাপে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝরে পড়ছে আমলিচুর গুটি। সঙ্গে পোকার আক্রমণ। বারবার সেচ ও কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সমাধান।
গাছে পানি স্প্রে করেও বাঁচানো যাচ্ছে না লিচুর গুটি। অধিকাংশ লিচু ঝরে গিয়ে পড়ে রয়েছে শুধু ছড়া। এমন অবস্থায় বড় লোকশানে পড়বেন বলে আশঙ্কা বাগান মালিকদের।
এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানাচ্ছে কৃষি বিভাগ। তারপরেও তাপদাহ থেকে বাঁচাতে বারবার সেচ দেয়ার পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা।