মেহেরপুরে এবার রোপা আউশের ফলন ভালো হয়েছে

- আপডেট সময় : ০৫:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলায় এবার রোপা আউশের ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভাল পাচ্ছে চাষীরা। ফলন ভাল হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে, কৃষি বিভাগ। ধানের উৎপাদন ও দাম ভালো হওয়ায় চাষীদের ক্ষতি পুষিয়ে যাবে বলেও মনে করেন তারা। মেহেরপুর প্রতিনিধি ফজলুল হকের প্রতিবেদন।
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায়, এবার বাজারে রোপা আউশ ধানের দাম ও চাহিদা অন্য যে কোনো বারের চাইতে বেশি।মেহেরপুর শুস্ক অঞ্চল এবং আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে।ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে চাষীরা। প্রথমদিকে অতিবর্ষনে কিছুটা ক্ষতি হলেও, ফলন ভালো হওয়ায় তা পুষিয়ে নিয়েছে চাষীরা। তারা জানান, এক বিঘা আবাদে খরচ হয়েছে পাঁচ থেকে ছ’হাজার টাকা। সে জমির ধান বিক্রি করে পাচ্ছে ১৫ থেকে ১৬ হাজার টাকা।
বিঘা প্রতি চাষীরা ধান পাচ্ছে ২০ থেকে ২২মন পর্যন্ত। তবে, ধান-চাল সঙ্কটের বিপরীতে দাম আরও বেশী হওয়ার কথা বলে মনে করেন, এই কৃষি কর্মকর্তা।
কৃষি বিভাগ মনে করে, ধানের উৎপাদন ও দাম ভালো হওয়ায় চাষীদের ক্ষতি পুষিয়ে যাবে।