মেহেরপুরে পায়ে হেটে গণসংযোগ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন পরিদর্শন ও পায়ে হেটে গণসংযোগ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সকালে খ্রীস্টান এলাকার ভবরপাড়াসহ বিভিন্ন গ্রামে গিয়ে অবকাঠামো উন্নয়ন পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগুয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন ও জেলা যুবলীগের যুগ্ম্ আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।