মেহেরপুরে বাণিজ্যিক ভিত্তিতে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ
- আপডেট সময় : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
মেহেরপুরের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিক ভিত্তিতে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। দাম ভাল পাওয়ায় মাল্টা চাষের দিকে ঝুঁকছেন চাষীরা। আগামীতে এ অঞ্চলে মাল্টা চাষে বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখছেন চাষীরা।
মেহেরপুরে ৫ বছর আগে জেলায় যখন মাল্টা চাষ শুরু হয় তখন বাজার সৃষ্টি নিয়ে চাষীদের মাঝে সংশয় ছিল। বর্তমানে স্থানীয় বাজারে উৎপাদিত মাল্টার চাহিদা ও দাম পাওয়ায় চাষাবাদে আগ্রহ বেড়ে গেছে।
ভক্সপপ: মাল্টা চাষী, মেহেরপুর
চাষীরা জানান, মাল্টার চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে চাষীরা ৮০-৯০ টাকা কেজি দরে পাইকারদের কাছে মাল্টা বিক্রি করতে পারছে।
চাষীদের আগ্রহ দেখে সব ধরনের পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা।কৃষি বিভাগ আশাবাদি আগামীতে জেলায় মাল্টা বাগানের পরিধি আরো বাড়বে।এবছর জেলায় ১’শ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলে ২০২২-২৩ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের আমিরুল ইসলামের জমিতে আখ রোপণ করে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় মোবারকগঞ্জ চিনিকলের এমডি রাকিবুর রহমান খান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভায় বক্তারা, আখের ন্যায্য মুল্য নিশ্চিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। সেই সাথে পরিমিত সার ও পরিচর্যার মাধ্যমে আখের আবাদ করতে পরামর্শ দেন কৃষকদের। সুগারমিল কর্তৃপক্ষ জানান, এ মৌসুমে চিনিকল এলাকায় ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।