মেহেরপুরে সিটি ব্যাংকের এক এ্যাজেন্টকে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মেহেরপুরে সিটি ব্যাংকের এক এ্যাজেন্টকে গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরা।
সকালে সদর উপজেলা খোকসা গ্রামের মাঠের মধ্যে এঘটনা ঘটে। নিহত খাদেমুল ইসলাম মুজিব নগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, জিবন নগর উপজেলা কোমরপুর বাজারে সিটিব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলাম টাকা ভর্তি ব্যাগ নিয়ে গাংনী এজেন্ট ব্যাংকে নিয়ে যাচ্ছিল। মাঠের মধ্যে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকার ব্যাগটি ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে গুলি করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারীরা পালিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।