মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার আমদহ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার আমদহ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি একই ইউনিয়নের অপর ইউপি সদস্য ফিরাতুল ইসলামের মোটর সাইকেলে মেহেরপুর যাওয়ার পথে সড়কের বামনপাড়া এলাকায় মোটর সাইকেলের পিছন থেকে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আরো সংকটজনক হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে বিকেল ৫টার দিকে তিনি মারা যান। সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত কোহিনূর বেগম সদর উপজেলার আশরাফপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল জব্বারের স্ত্রী।