মেয়র জাহাঙ্গীর আলম নেত্রীর সাথে দেখা করার চেষ্টা করছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য সদ্য বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, তিনি নেত্রীর সাথে দেখা করার চেষ্টা করছেন। রিভিউয়ের আবেদন করবেন। জাহাঙ্গীর অভিযোগ করেন, নেত্রীকে ভুল বুঝানো হয়েছে। ভুল বার্তা দেয়া হয়েছে। বক্তব্য নিয়ে মিথ্যাচার করা হয়েছে। ভুল আর অপরাধ তো এক নয়। আওয়ামী লীগ থেকে বহিস্কারের পর গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম সরকার এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের জীবনে ভুল থাকতে পারে। কিছু কথা কেটে কেটে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন, মেয়র জাহাঙ্গীর।