মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৮ ব্যবসায়ীকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৮ ব্যবসায়ীকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে রেবের ভ্রাম্যমান আদালত।
রেব-১২ এর কর্মকর্তা লেফটেনেন্ট এম এম এইচ ইমরানের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও খলিফা পট্টির কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ নেশা জাতীয় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে রেজিস্ট্রি বিহীন ওষুধ ছিল ২ হাজার ২৩৪ পিস, সেম্পল ওষুধ ২ লাখ ১২ হাজার ৮৯২ পিস, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ১ হাজার ৪৩ পিস এবং নেশা জাতীয় ওষুধ ৫১৭ পিস। এসব ঘটনায় ৮ ব্যবসায়ীকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।