মে দিবসের বাণীতে শ্রমজীবীদের পাশে দাঁড়াতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০১:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
মে দিবসের বাণীতে শ্রমজীবীদের পাশে দাঁড়াতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, কর্মহীন-দুঃস্থ শ্রমিকদের সুরক্ষায় ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহান মে দিবসের বাণীতে বলেন, করোনা সংক্রমণের গভীর এই সংকটে সরকার জনগণের পাশে থেকে ত্রাণকাজ পরিচালনাসহ সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে। তাই কোভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। শ্রম অধিদপ্তরের অনুকূলে সরকার সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতনের জন্য ৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। একই সাথে অর্থনীতির চাকাকে সচল রাখতে বিশেষ প্রণোদনার প্যাকেজ ঘোষণা করেছে।