মৈত্রী সেতু বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মৈত্রী সেতু বাংলাদেশ – ভারতের মধ্যে কেবল একটি সেতুবন্ধন নয়, এটি দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ত্রিপুরায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এ আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি সেতুটির উদ্বোধন করেন। ফেনী নদী
সীমান্তে প্রথম যে নদীসেতু যুক্ত করলো বাংলাদেশ ও ভারতকে। সেতুর একপ্রান্তে দক্ষিণ ত্রিপুরার সাবরুম শহর, অন্যপ্রান্তে বাংলাদেশের রামগড় – আর চট্টগ্রাম বন্দরে সহজ অ্যাকসেসের মাধ্যমে এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের ছবিটাই আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। সেতুটি উদ্বোধনের ফলে ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশের জন্য “গেটওয়ে অব নর্থ ইস্ট” হয়ে উঠবে।