মোংলা বন্দরে ৫০০ টন সার বোঝাই লাইটার জাহাজ ডুবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৫০০ টন সার বোঝাই লাইটার জাহাজ ‘এমভি শাহজালাল এক্সপ্রেস-টু’ ডুবে গেছে।
গতকাল রাতে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় জাহাজটি ডুবে যায়। ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, মোংলা বন্দরের হারবাড়িয়া-৯ এ অবস্থান করা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি ভিটা অলেম্পিক’ থেকে সার বোঝাই করে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল লাইটার জাহাজ ‘শাহজালাল এক্সপ্রেস-টু’। হারবাড়িয়া-৮ এ ক্লিংকার নিয়ে বিদেশি জাহাজ ‘সুপ্রিম ভ্যালর’ঘোরার সময় ধাক্কা লাগলে শাহজালাল এক্সপ্রেস-২’এর ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়ে। এ সময় জাহাজে থাকা নয় নাবিক নদীতে পড়ে যায়। পরে, ভাসতে থাকা নয়জনকে কোস্টগার্ড এসে উদ্ধার করে। দুর্ঘটনার পর বন্দরের নৌ-চ্যানেল স্বাভাবিক রয়েছে।