মোদি ইসরায়েল থেকে বিতর্কিত প্রযুক্তি স্পাইওয়্যার কিনেছে বলে অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল থেকে বিতর্কিত প্রযুক্তি স্পাইওয়্যার কিনেছে বলে অভিযোগ উঠেছে। ২০১৭ সালে ইসরায়েল থেকে অস্ত্র ক্রয় চুক্তির সময় তিনি এই প্রযুক্তিও ক্রয় করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে নরেন্দ্র মোদি সরকার।
ভারতের সংসদের বাজেট অধিবেশন আবার উত্তপ্ত হতে চলেছে ফোনে আড়ি পাতা প্রযুক্তি পেগাসাসকে কেন্দ্র করে। কংগ্রেসের অভিযোগ, সরকার পেগাসাস নিয়ে সংসদের সঙ্গে প্রতারণা করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, গণতান্ত্রিক সংস্থা, রাজনৈতিক নেতা ও জনতার ওপর গোয়েন্দাগিরি করতে পেগাসাস কিনেছে মোদি সরকার। ফোনে আড়ি পেতেছে সরকারপক্ষ, বিরোধীপক্ষ, সেনাবাহিনী, বিচারালয় সবার ওপর। মোদি সরকার এসব করে দেশদ্রোহ করেছে। ইসরায়েলি সংস্থা এনএসও এক দশক ধরে ওই প্রযুক্তি বিভিন্ন দেশের সরকার ও সরকারি সংস্থাকে বিক্রি করে আসছে।