মোদি সরকারের নতুন সামরিক প্রকল্প অগ্নিপথের বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
মোদি সরকারের নতুন সামরিক প্রকল্প- অগ্নিপথের বিরুদ্ধে ভারতজুড়ে টানা তিন দিন ধরে বিক্ষোভ চলছে। দেশটির ১৩টি রাজ্যে এ আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় রেল-সড়ক অবরোধ, ভাঙচুর এবং আগুন লাগানোর মতো ঘটনাও ঘটেছে। বাধ্য হয়ে প্রকল্পে নিয়োগের নিয়ম শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ভারতীয় সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য ওই প্রকল্প হাতে নেয় সরকার। দেশটির সেনাবাহিনীতে অস্থায়ীভাবে ৪ বছরের জন্য সৈনিক নিয়োগ দেয়া হবে এই প্রকল্পের আওতায়। তাদের নাম দেয়া হয়েছে ‘অগ্নিবীর’। বর্তমানে ভারতীয় সেনা সদস্যদের গড় বয়স ৩২ বছর। ‘অগ্নিপথ প্রকল্প’ কার্যকর হলে এক ধাক্কায় তা কমে ২৬ বছর হয়ে যাবে। প্রথমে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ১৭ এবং সর্বোচ্চ বয়স ২১ বছর ছিল। বিক্ষোভের জেরে বয়সের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে। তবে, চার বছর পর এই প্রকল্পের ২৫ শতাংশের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণের চাকরি আর স্থায়ী হবে না। প্রকল্প ঘিরে তৈরি হয়েছে চরম অসন্তোষ।