মোদীর সফরে অস্থিতরতা তৈরি করতেই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা-নরেন্দ্র মোদীর ঢাকা সফরে অস্থিতরতা তৈরি করতেই করা হয়েছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে জনগণকে সাথে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরো বলেন, এই হামলা ও লুটপাট পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। উগ্র সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। জিল্লুর রহমানের স্মৃতি দলের প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মনে করেন তিনি।