মোবাইল অপারেটরদের কাছে সরকারের বকেয়া প্রায় ১৩ হাজার ৬৮ কোটি টাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দেশের মোবাইল অপারেটরদের কাছে সরকারের বকেয়ার পরিমাণ প্রায় ১৩ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে গ্রামীণফোনের কাছে ১০ হাজার ৫৭৯ কোটি এবং টেলিটকের কাছে ১ হাজার ৬৩১ কোটি ১৭ লাখ টাকা পাওনা বলে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।
সংসদ অধিবেশনের ৩য় দিনের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এসময় কল ড্রপের মাধ্যমে গ্রাহকদের ক্ষতি পুষিয়ে আনতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক সুপ্রীম কোর্টের বিচারকদের ছুটি, পেনসন ও বিশেষ অধিকার বিল অনুমোদনের দাবি উত্থাপন করেন। এছাড়া সংসদে পর্যটন কর্পরেশন সংশোধন বিল উত্থাপিত হলে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা যাচাই-বাচাইয়ের দাবি জানান। বলেন, বর্তমানে দেশের পর্যটন খাতের নাজুক অবস্থা। পর্যটন কেন্দ্রগুলোকে নিরাপদ করতে দাবিও জানান তিনি।