মোবাইল কোর্টে আদায় করা জরিমানার টাকা ঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সারাদেশে মোবাইল কোর্টে আদায় করা জরিমানার টাকা ঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সব জেলা প্রশাসককে এ নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষ জানায়, ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত শরীয়তপুর জেলায় ৭৫৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ থেকে মোট ১ কোটি ৮০ লাখ টাকা আদায় হয়েছিল। এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়নি। ৫৪টি জাল চালান তৈরি করে ওই টাকা আত্মসাৎ করে মোবাইল কোর্ট সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার ইমাম উদ্দিন। পরে, এ নিয়ে দুদকের করা মামলায় সাজা দেয় আদালত। ওই মামলার আপিল শুনানিতে ওই নির্দেশনা দেয় উচ্চ আদালত।