মোবাইল ফোনে কথা বলায় বরখাস্ত ওসি প্রদীপকে আদালতের সতর্কতা
- আপডেট সময় : ০৫:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা- মেজর সিনহা হত্যা মামলায় আসামী পক্ষের আইনজীবীর মিডিয়া ট্রায়ালের অভিযোগে আপত্তি জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। আর, সুষ্ঠু বিচারিক কার্যক্রমের জন্য দুই পক্ষের সহযোগিতা চেয়েছে রাষ্ট্রপক্ষ। এদিকে, আদালতের কাঠগড়ায় মুঠোফোনে কথা বলার অপরাধে বরখাস্ত ওসি প্রদীপকে তিরস্কার করেছেন বিচারক। প্রদীপের কাছে ফোন সরবরাহকারী তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
দিনের শুরুতে সিফাত তার বাকী সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। সিনহা হত্যার লোমহর্ষক বর্ণনা আদালতের সামনে তুলে ধরেন তিনি। বলেন, লিয়াকত আলী গুলি করেছিলেন সিনহা মোহাম্মাদ রাশেদ খানকে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন। এ সময় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ ঘটনাস্থলে গিয়ে পা দিয়ে সিনহার গলায় চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন।এখন মামলার ১৫ জন আসামীর পক্ষে আলাদাভাবে তাঁকে জেরা করা হচ্ছে। সিফাত, মেজর সিনহা হত্যাকান্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান অভিযুক্ত ইন্সপেক্টর লিয়াকত এবং ওসি প্রদীপসহ ১৫ আসামীকেই আদালতে হাজির করা হয়।