মোহনগঞ্জে ইউপি নির্বাচনের প্রচারণার সময় নৌকার সমর্থকদের উপর হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৭০৯ বার পড়া হয়েছে
নেত্রকোণায় মোহনগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার সময় নৌকার সমর্থকদের উপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।
গেলরাতে উপজেলার বড়তলী বানিহারীতে হামলার ঘটনা ঘটে। এসময় নৌকা সমর্থকের ৭ জন আহত হয়েছে। আহতরা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, সোমবার রাতে উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের বানিহারী মোড় এলাকায় নৌকার সমর্থকদের উপর হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।এতে হামলায় অন্তত ৭ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।