মৌলভীবাজারের কমলগঞ্জে এক জমিতে তিন জাতের তরমুজ চাষে সাফল্য
- আপডেট সময় : ০৫:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে এক জমিতে তিন জাতের তরমুজ চাষ করে সাফল্য পেয়েছে কৃষক। মাত্র দুই বিঘা জমিতে ব্ল্যাক বেবি, মধুমালা ও ল্যানফাই এর ফলন বেশ সাড়া ফেলেছে এলাকায়। তবে, সঠিক দাম নিয়ে শংকায় রয়েছেন তারা। তবে, উচ্চ ফলনশীল তরমুজ চাষে আগ্রহী কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা এলাকার কৃষক আব্দুল মতিন। এক জমিতে তিন জাতের হাইব্রিড তরমুজ চাষ করে তাক লগিয়ে দিয়েছেন। ব্ল্যাক বেবি, মধুমালা ও ল্যানফাই জাতের হলুদ তরমুজ চাষ করেছেন তিনি। সফলতা দেখে অন্য চাষিরাও আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু, সঠিক দাম নিয়ে শংকা কাটছে না তাদের।
অন্যগুলোর চেয়ে হলুদ রঙের ল্যানফাইয়ের ফলন হয়েছে তিন গুণ বেশি। বাজারে এর দামও ভালো। প্রতিটি তিন থেকে চার কেজি হয়। তিন জাতের তরমুজ চাষ করতে মতিনের খরচ হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। এরিমধ্যে বিক্রি করে পেয়েছেন এক লাভ ২০ হাজার টাকা। আরও দেড় থেকে দুই লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন।
সবুজ ডোরাকাটা ও হলুদ রঙের শাসযুক্ত ল্যানফাই অনেক মিষ্টি। বছরজুড়ে মাচায় ও মাঠে চাষ করা যায়। পরিণত হতে সময় নেয় ৬৫ থেকে ৭০ দিন।প্রতি শতক জমিতে বীজ লাগে মাত্র এক গ্রাম। একর প্রতি উৎপাদন হয় ৩০ থেকে ৩৫টন।
কৃষকের মাঝে এই সব তরমুজের চাষ ছড়িয়ে দিতে চায় কৃষি বিভাগ।
আগামীতে জেলায় তরমুজ চাষে বিপ্লব ঘটবে বলে আশা করে মৌলভীবাজারবাসী।