মৌলভীবাজারের চা বাগানে রেড স্পাইডারের হানায় বিবর্ণ ঘণ সবুজ পাতা
- আপডেট সময় : ০৫:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে রেড স্পাইডারের আক্রমণে চায়ের পাতা ঘন সবুজের পরিবর্তে লাল বিবর্ণ হয়ে গুণগত মান হারাচ্ছে। এতে উৎপাদনে বাম্পার ফলনের পরিবর্তে ঘাটতির আশংকা দেখা দিয়েছে। বিপর্যয়ের কথা স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, রেড স্পইডারের আক্রমণ রোধে নানামুখী ব্যবস্থা নেয়া হচ্ছে।
চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার বিভিন্ন চা-বাগানে ‘রেড স্পাইডার’ এর আক্রমন দেখা দিয়েছে। এতে চা-পাতা গাঁঢ়ো সবুজের পরিবর্তে লাল বিবর্ণ ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে।রেড স্পাইডারের আক্রমণ ঠেকাতে কীটনাশক ছিঁটিয়েও কোন কাজ হচ্ছে না।
উৎপাদন হ্রাস গুণগত মান নিম্নমূখী হওয়া ও নিলামে মূল্য পড়ে যাওয়ার কারণে, নতুন সংকটে পড়েছে চা-শিল্প। চা উৎপাদন কমে যাওয়ায়,বাগানে কর্মরত চা শ্রমিকরা পড়েছে বিপাকে।
দেশের ১৬৬টি চা-বাগানের মধ্যে শুধু মৌলভীবাজারে রয়েছে ৯৩টি বাগান। কয়েক বছর আবহওয়া অনুকুলে ও আগাম বৃষ্টিপাত এবং রোগ বালাই কম থাকায় চা’র বাম্পার ফলন হলেও এবার নতুন সংকটে চা শিল্প। এতে হতাশ মালিক শ্রমিকরা।
রাতে বৃষ্টি ও দিনে রোদ চায়ের জন্য অধিকতর উপযোগী, কিন্তু দিনে-রাতে অবিরাম বৃষ্টিপাতে চা গাছের কুঁড়ি তৈরি বাধাগ্রস্ত হয়। তবে আবহাওয়া অনুকূলে থাকলে বছরের বাকি সময়ে চায়ের উৎপাদন ঘুরে দাঁড়াতে পারে, এমনটা মনে করেন চা বিশেষজ্ঞরা।
চা মৌসুমের শুরুতে দাবদাহ ও খরা আর এখন পোকা মাকড়ের আক্রমণের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে বলে মনে করছেন চা উৎপাদকরা।
রেড স্পাইডারের আক্রমণসহ প্রাকৃতিক দুর্যে কাটিয় এবারও চা উৎপাদন ধরে রাখার আশাবাদ জানান এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা।