মৌলভীবাজারের হাওড় অঞ্চলে দেখা দিয়েছে দেশীয় মাছের সংকট
- আপডেট সময় : ০২:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের হাওড় অঞ্চলে দেখা দিয়েছে দেশীয় মাছের সংকট। অন্যান্য বছর এই সময়ে হাওরে ধরা পড়তো মলা, চ্যালা, টেংরা, পুঁটি, শোল, টাকি, বোয়ালসহ নানা জাতের মাছ। বাজারে মাছের দাম চড়া থাকায় বেড়েছে জনদুর্ভোগ। কর্তৃপক্ষ বলছে, হাওরে বর্ষার পানি স্বল্পতা ও অনিয়ন্ত্রিত মা মাছ আহরণের কারণে এমন সংকট তৈরি হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে নানা মুখী পদক্ষেপ নিচ্ছেন তারা।
প্রতি বছর বর্ষা মৌসুমে দেশের সর্ববৃহৎ মৌলভীবাজারের হাকালুকি হাওরসহ বিভিন্ন হাওর প্লাবন ভূমিতে পরিণত হওয়ার কথা থাকলেও ভরা বর্ষায়ও হাওরে পর্যাপ্ত পানি ছিল না। এতে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে হাওরগুলো। জেলার হাকালুকি, হাইল হাওর. কাউয়াদিঘি, বড় হাওরসহ খালবিল-জলাশয়ে জেলেদের জালে মিলছে না মাছ। ফলে স্থানীয় হাট-বাজারে দেশীয় মাছের আকাল দেখা দিয়েছে।
মৌলভীবাজারের হাওরাঞ্চলে বারো মাসই চলে বৈধ-অবৈধ উপায়ে মাছ শিকার। সংশ্লিষ্টরা বলছেন, মুক্ত জলাশয়ে বৈশাখ থেকে আষাঢ় পর্যন্ত মাছের প্রজনন মৌসুম। কিন্তু মাছের বংশ বৃদ্ধির এই গুরুত্বপূর্ণ সময়ে নিষিদ্ধ জাল কিংবা ফাঁদ ব্যবহারে চলে মাছ নিধন। গত মৌসুমে মৌলভীবাজারে প্রায় ৫০ হাজার মেট্রিকটন মাছ উৎপাদন হলেও চলতি মৌসুমে গতবারের থেকে ৫শতাংশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার ফলে হাওরে পানি স্বল্পতা রয়ে গেছে। ফলে দেশীয় মাছের সংকট তৈরি হয়েছে বলে জানালেন জেলা মৎস্য বিভাগের এই কর্মকর্তা।
সঠিক পরিকল্পনায় সংকট কাটিয়ে জেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমিষের চাহিদা পুরণ হবে এমন প্রত্যাশা জেলাবাসীর।