মৌলভীবাজারে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
গেলো রাত এবং আজ সকালে এসব দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে শ্রীমঙ্গলে ২ জন ও কমলগঞ্জ ও কুলাউড়ায় ২ জনের মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গলের রাজঘাট এলাকায় একটি নির্মাণাধীন কালভার্টের নিচে মোটরসাইকেলসহ পড়ে সনাতন কর্মকার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আরেকটি দুর্ঘটনায় শ্রীমঙ্গল উপজেলায় পিকআপের ধাক্কায় আব্দুল বাছিদ মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এদিকে, কমলগঞ্জ উপজেলা থেকে বাইসাইকেলে করে তিনজন রাজমিস্ত্রী ফিরছিলেন। এ সময় মৃত্তিঙ্গা-ভৈরব সড়কের মন্দির এলাকায় বালু বোঝাই ট্রাক চাপায় শ্রমিক রুহিন মিয়ার মৃত্যু হয়।অপর দুর্ঘটনায় আজ সকাল ৬টার দিকে রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিক্সার ধাক্কায় কুলাউড়ায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে।