মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর মানসম্পন্ন ও নান্দনিকতার উদাহরণ তৈরি হয়েছে
- আপডেট সময় : ০২:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অনিয়ম-দুর্নীতি ধরা পড়লেও, মৌলভীবাজারে মানসম্পন্ন ও নান্দনিকতার উদাহরণ তৈরি হয়েছে বলে দাবি করছে সংশ্লিষ্টরা। এই প্রকল্প মডেল হওয়ার দাবি রাখে বলে মনে করছেন, স্থানীয় সংসদ সদস্য।
শ্রীমঙ্গলে দুই দফায় আশ্রয়ন প্রকল্পের ছ’শ ঘর বরাদ্দ করা হয়। এরমধ্যে ২৩১টি ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলার বিষামনি, রাধানগর, আশিদ্রোনের বেগুনবাড়ী, মহাজিরাবাদ ও মাইজদিহি এলাকায় ঘরগুলো নজর কাড়ছে সবার। পর্যটকদের জন্যও হয়ে উঠেছে এক দর্শনীয় স্থান।
দ্বিতীয় ধাপে মাইজদিহি প্রকল্পটি শহরের আদলে গড়ে তোলা হচ্ছে। একসাথে তিন’শ ঘর নির্মাণ করা হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মন্দির তৈরি করা হচ্ছে। থাকছে বিদুৎ-ইন্টারনেট সেবা ও কমিউনিটি ক্লিনিক। কর্মসংস্থানের সুযোগ ও ঘর পেয়ে আনন্দিত ভূমিহীন মানুষ।
প্রকল্পটি এ অঞ্চলের পর্যটন বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করেন, ইউএনও। জেলা প্রশাসক জানান, অন্য জায়গার চেয়ে মৌলভীবাজারের প্রকল্প আলাদা। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটি মডেল হয়ে থাকবে বলে মনে করেন, স্থানীয় সংসদ সদস্য। সরকারের এমন চেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করে স্থানীয়রা।