মৌলভীবাজারে মাদকের অবাধ সরবরাহে উদ্বিগ্ন অভিভাবকরা
- আপডেট সময় : ০৬:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে মাদকের অবাধ সরবরাহে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। গভীর রাতে মাদকের কারবার চলে শহর ও শহরতলির পাড়া-মহল্লায়। কারবারিরা প্রাইভেটকার নিয়ে নানা অজুহাতে ইয়াবা, হেরোইন, মদ, গাঁজা পৌঁছে দিচ্ছে গ্রাহকের কাছে। এ বিষয়ে পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে কৌশল নির্ধারণ করে কার্যক্রম চলছে।
মৌলভীবাজারের সাত উপজেলার পাঁচটিতেই ভারতীয় সীমান্ত থাকায় মাদক চোরাকারবারিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। সম্প্রতি রাজনগর থেকে চার হাজার এক’শ ২২ পিস ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশ। তাছাড়া, শ্রীমঙ্গলে আলাদা দুটি অভিযানে ২৮ হাজার দু’শ লিটার মদ, কাঁচামাল, সরঞ্জামাদি এবং দশ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।এরপরও থেমে নেই সরবরাহ । অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এতে প্রতিনিয়ত সামাজিক ভারসাম্যও নষ্ট হচ্ছে।শহরে গভীর রাতে অপরিচিত লোকের সন্দেহজনক ঘোরাফেরা বেড়েগেছে। ক্রেতাদের কাছে তারা মাদক পৌঁছে দিচ্ছে। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা দরকার বলে জানান, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এই পরিচালক।
মাদকের উপস্থিতি ভয়াবহ স্বীকার করে এই কর্মকর্তা জানান, প্রতি মাসে ৫০-৬০টি অভিযান পরিচালনা করছেন।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সক্রিয় আছেন বলে জানান, পুলিশ সুপার।